ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আশুলিয়ায় ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক দুইজন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৪ এর সদস্যরা।  

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটক দু’জন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার দুলাল মিয়া (২৮) ও আশরাফুল ইসলাম (৩৯)।  

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা দুলাল ও আশরাফুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ বিষয়ে আটক দু’জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।