ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্য

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে এক ব্যক্তির মৃত্য

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

রফিকুল বেনাপোলের ডুবপাড়া গ্রামের মৃত মুজিবার রহমানের ছেলে।  

মৃতের পরিবার জানায়, নিজের ব্যবহার করা মাস্ক ধুয়ে পরিষ্কারের পর বাড়ির তিন তলার একটি ঘরের জানালায় শুকাতে দেন রফিকুল। এ সময় বাতাসে মাস্কটি উড়ে গিয়ে সানশেডের বাড়ির ওপর গিয়ে পড়ে। পরে সেই মাস্কটি তিনি অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে আনার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত পাইপটি পাশের বৈদ্যুতিক তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।