ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অর্ধ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সিদ্ধিরগঞ্জে অর্ধ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাসিক এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক।


 
নাসিক সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডস্থ ডাচ বাংলা ব্যাংক এলাকা থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সঙ্গে হিরাঝিল রাস্তার সংযোগস্থল পর্যন্ত এ কাজ করা হবে জানা গেছে।  
 
নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, নাসিকের উপ-সহকারী কৌশলী আবুল হাসনাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স তকদীর এন্টারপ্রাইজ এ কাজের কার্যাদেশ হয়েছে। এতে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭ লাখ ৩৪ হাজার ৭৩৭ টাকা।  
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।