ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ঘর জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
বেনাপোলে ঘর জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর এলাকার নামাজ গ্রামের একটি আম বাগান থেকে খোকোন হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

খোকন শার্শা উপজেলার স্বরুপদা গ্রামের মৃত রনক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, খোকনের বাড়ি স্বরুপদা হলেও বেনাপোলে কাজ করার সুবাদে দীর্ঘ দিন ধরে তিনি নামজ গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন। সন্ধ্যায় আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় খোকনকে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারবো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।