ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন ঘুরে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সুন্দরবন ঘুরে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

বাগেরহাট: সুন্দরবন ঘুরে মোটরসাইকেলে করে ফেরার পথে ট্রাকের চাপায় বোরহান উদ্দীন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা শোহান নামে অপর এক যুবক।

 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

বোরহান উদ্দীন যশোর জেলার বাগাড়পাড়া থানার আগড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। আহত শোহানকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কাটাখালি থানার পুলিশ।  

বোরহানের সঙ্গে ঘুরতে আসা সংগ্রাম বলেন, শুক্রবার সকালে ৬টি মোটরসাইকেলে করে আমরা ১২ বন্ধু সুন্দরবন ঘুরতে আসি। সুন্দরবনের করমজল ঘুরে সন্ধ্যার দিকে মোংলায় ফিরি। সেখানে নাস্তা করে মোটরসাইকেলে করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যশোরের উদ্দেশে রওনা হই। শ্যামবাগাদ এলাকার জুটমিল সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া একটি বাইসাইকেলের সঙ্গে বোরহানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ বোরহান ও শোহান রাস্তায় পড়ে যায়। এসময় মোংলাগামী একটি ট্রাক বোরহানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

কাটাখালি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, ঘটনাস্থল থেকে হতাহত দুই যুবককে উদ্ধার করেছি। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।