ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

খুলনা: খুলনা মহানগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় খুলনা সিটি বাইপাস সড়কে নির্মাণাধীন কারাগারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-মহানগরের রায়ের মহল বড় মসজিদ এলাকার মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়ার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)। তাদের মধ্যে সাইফুল একটি মোটরসাইকেলের গ্যারেজের কর্মী। আর নাঈম দিনমজুর।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের মহল এলাকা থেকে মোটরসাইকেলটি খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। পথে নির্মাণাধীন কারাগারের কাছে মোটরসাইকেলটি পিছলে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর দ্রুত গতিতে ট্রাকটি পালিয়ে গেছে।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এরআরএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।