ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণালঙ্কার ও অস্ত্রসহ ৬ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
স্বর্ণালঙ্কার ও অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দু’টি ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি তেজগাঁও বিভাগ।

প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত নাম-ঠিকানা জানা যায়নি।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ৫০ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, হাতিরঝিল এলাকায় দু’টি ডাকাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালপত্র, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।