ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
কালীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার শিবনগর দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইসরাফিল ওই কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া ওসমান আলীর ছেলে।  

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রানা আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।  

নিহত ইসরাফিল হোসেনের মামাতো ভাই মুক্তার হোসেন বলেন, ইসরাফিলকে রানা ছুরিকাঘাত করে হত্যা করেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হতে পারিনি।  

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমতিয়াজ আলম বলেন,  ইসরাফিলকে ছুরিকাঘাত করা হলে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন স্বজনরা। তবে এখানে আনার আগেই ইসরাফিল মারা যান।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানা নামে এক যুবককে আটক করে।  

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।