ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর পূর্ব নাখালপাড়া ও গুলিস্তান পাতাল মাকের্ট এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের আইএমইআই (IMEI) পরিবর্তনকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।  

গ্রেফতারকৃতরা হলেন সফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩৮), ইমন (২৩), সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও আল আমিন (১৯)।

 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মেজর শাহরিয়ার জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া ও পল্টন থানার গুলিস্তান পাতাল মাকের্ট এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে চোরাই মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মনিটর, একটি সিপিইউ, একটি মাউস, ছয়টি ক্যাবল, একটি এডাপ্টার, সাতটি মোবাইলের আইএমইআই (IMEI) পরিবর্তনের CM2 DONGLE সফটওয়্যার, ২০টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ছয়জন চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে CM2 DONGLE সফটওয়্যার দিয়ে কৌশলে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরির্বতন করে আসছিলেন। এর মাধ্যমে বিভিন্ন অপরাধীদের অপরাধ করায় সহায়তাও করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১

এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।