ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লার মেঘনায় নারীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
কুমিল্লার মেঘনায় নারীকে কুপিয়ে হত্যা

ফেনী: কুমিল্লার মেঘনায় নাজমা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

এসময় আহত হন ওই নারীর স্বামী আবদুস সালামসহ দু’জন। তাদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুস সালামের পরিবারের বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবদুস সালামের বাড়িতে হামলা চালান। এসময় তারা আবদুস সালাম ও তার স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর নাজমা বেগমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

নিহত ওই নারীর স্বামী আবদুস সালামের অবস্থাও সংকটাপন্ন। এদিকে, ওই নারীর মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এজন্য ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এসএইচডি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।