ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপু‌রে কাভার্ডভ‌্যান ও ট্রলির সংঘ‌র্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
উজিরপু‌রে কাভার্ডভ‌্যান ও ট্রলির সংঘ‌র্ষে নিহত ১

ব‌রিশাল: ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের উজিরপু‌রের বামরাইল এলাকায় কাভার্ডভ‌্যান ও ট্রলির সংঘ‌র্ষে ট্রলি চালক আজিজুর রহমান সরদার (২২) নিহত হ‌য়ে‌ছেন।  

শ‌নিবার (২০ ফেব্রুয়া‌রি) সকাল সা‌ড়ে ১০টায় উজিরপু‌রের ক‌বিরবা‌ড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হ‌য়ে‌ছেন। আহতদের ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

নিহত আজিজ সি‌দ্দিকুর রহমান সিকদা‌রের ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গৌরনদী হাইও‌য়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জা‌নান, কাভার্ডভ‌্যান‌টি ঢাকা থে‌কে ব‌রিশাল আস‌ছি‌লো এবং ট্রলি‌টি ইট বোঝাই ক‌রে ব‌রিশাল থে‌কে গৌরনদীর দি‌কে যা‌চ্ছি‌লো। পথে বামরাইল এলাকায় এক‌টি মোটরসাই‌কেল আ‌রোহীকে সাইট দিতে গি‌য়ে এ দুর্ঘটনা ঘ‌টে।  এতে ট্রলি উল্টে এবং সংঘ‌র্ষে  ট্রলি চালক নিহত হন। পাশাপা‌শি ট্রলির হেলপার র‌বিউল ফ‌কির ও অজ্ঞাত কাভার্ডভ‌্যান চালক ও মোটরসাই‌কেল চালক সহ চারজন‌কে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

নিহতের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।