ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারখানা খোলার দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
কারখানা খোলার দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন মানববন্ধন, ছবি: শাকিল

ঢাকা: ২০১৯ সালের নভেম্বর থেকে লাগাতার ফ্যাক্টরি লে-অফ (বন্ধ) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুপ্রিম নিটওয়্যার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় লে-অফ প্রত্যাহারের সুষ্ঠু সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার আগে এ শ্রমিকরাই মালিকদের বিলিয়ন ডলার আয় করে দিয়েছে। তখন তো মালিক বেশি আয় থেকে শ্রমিকদের একটি পয়সাও দেয়নি। এখন কেন করোনার অজুহাতে এ তালবাহানা। আমরা লে-অফ চাই না, কাজ চাই, কাজ করেই বাঁচতে চাই।

তারা বলেন, প্রায় ১৫ মাস যাবৎ লাগাতার ফ্যাক্টরি বন্ধ। করোনার ভেতর এমন পরিস্থিতে আমরা সব শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছি।

এ সময় মানববন্ধন থেকে ফ্যাক্টরি খুলে দেওয়া, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা, ২০১৮ সাল থেকে (তিন বছরের) অর্জিত ছুটির পাওনা পরিশোধ করা, গ্রুপ বিমা নবায়ন করা, মৃত্যুকালীন সুবিধা পরিশোধ করা, বাৎসরিক ইনক্রিমেন্ট চালু করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি মামুন খানসহ প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক-কর্মচারী।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।