ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় শিশুকে ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ, দুই কিশোর আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
বরগুনায় শিশুকে ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ, দুই কিশোর আটক প্রতীকী ছবি

বরগুনা: বরগুনায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত (১০) এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অষ্টম শ্রেণিতে পড়ুয়া দুই কিশোরকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিশুটির পরিবার জানায়, বুধবার বিকেলে ওই শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় দুই কিশোর। এসময় একজন সে দৃশ্য ভিডিও ধারণ করে। একপর্যায়ে শিশুটি অভিযুক্তদের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে আসে এবং ঘটনাটি তাদের জানায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান শিশুটির পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আমরা দুই কিশোরকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।