ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভুয়া এনএসআই অফিসার আটক

উপজেলা করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
বেনাপোলে ভুয়া এনএসআই অফিসার আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে আবু মুছা (৪০) নামে এক ভুয়া এনএসআই অফিসারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া এনএসআই যশোরের বাঁকড়া এলাকার মাজারুল ইসলামের ছেলে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিকদার মাসুম পারভেজ বাংলানিউজকে জানান, দুপুরে এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে ব্যক্তি এনএসআইয়ের একটা তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে বেনাপোল বাজারে আসতে বলেন। তিনি একা এনএসআই আবু মুছার কাছে গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারিনি। এসময় মুছার কর্থাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে থানায় আবু মুছাকে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভুয়া এনএসআই প্রমাণিত হয় এবং তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, আটক আসামির বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।