ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফেনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফেনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফেনী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে ফেনী জেলা শিল্পকলা একাডেমি।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির কক্ষে আয়োজিত প্রতিযোগিতায়  অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী।

জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রতিযোগিতার আয়োজন করেছে। তিনটি বিষয়ে (আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সংগীত) মোট তিনটি বিভাগে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।  

শিক্ষার্থীদের মনে মাতৃভাষার প্রতি সম্মান ও ভালোবাসা জাগ্রত করে তোলা এ আয়োজনের মূল লক্ষ্য। কচিকাঁচা শিক্ষার্থীর রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে ভাষা শহীদ, শহীদ মিনার ও ভাষা আন্দোলনের চিত্র। কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার মাধ্যমে ছোট থেকেই শিশুরা ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

তিনি আরও জানান, প্রতিযোগিতার প্রতি বিষয়ে তিনজন করে বিচারক দায়িত্ব পালন করেন। আবৃত্তি বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রজত বিশ্বাস, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ফজলুর রহমান মিলন ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দ আশরাফুল হক আরমান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার তমালিকা পাল, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক দিদারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি।  

দেশাত্মবোধক সংগীতে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার আফরোজা আফসানা, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শান্তি রঞ্জন চৌধুরী ও সংগীত শিক্ষার্থী সম্মিলন পরিষদের সভাপতি অজয় দাস।  

আগামী রোববার (২১ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বিচারক ও শিল্পকলা একাডেমির নবগঠিত এডহক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান জেলা কালচারাল অফিসার।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।