ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শিশু কিশোরদের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেমোরিয়াল ট্রাস্টের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে আলোচনা সভায় শেষে ৩৩ পাউন্ডের কেক কাটা ও শিশু কিশোরদের সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর পরিদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুর রহমান হেলো সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি জি এম জোয়ার্দার জামালউদ্দিন ইউসুফ, এম এইচ আজিজুল ইসলাম জাজাউর রহমান আলো, আয়নাল হক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল কবির, শিফাত মো. রাফসানজানি, শোয়েব আহমেদ শিপন, ফারহানা ইসলাম রিমা, অ্যাডভোকেট জগলুল কবির, হাজী আওলাদ হোসেন, মো. সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক  শাহাদাব ইয়াসিন চিনু, ফজল-এ-খোদা লিটন, সাইদুজ্জামান বাবু শিকদার ও মনির হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন থানার নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।