ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
মতিঝিলে হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কমলাপুরে হোটেল ইনসাফের একটি রুম থেকে সেলিম শাহ (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, খবর পেয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে হোটেলটির দ্বিতীয় তলার ২০৮ নম্বর রুমের খাটের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এক নারীসহ সেলিম ওই হোটেলে উঠেন। তখন তাদের এনআইডি কার্ড চাইলে পরে দেবে বলে রুমে চলে যান। এরপর অনেক দেরি হলেও তারা নিচে না আসায় হোটেল কর্মচারীরা তার রুমে গিয়ে দরজা বাইরে থেকে ছিটকিরি লাগানো দেখে। পরে ভেতরে তাকে বিছানায় শোয়া অবস্থায় দেখে থানায় খবর দেয় তারা। ঘটনার পর ওই নারীকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে তার শরীরে বাহ্যিক ভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষ ওই দুজনের ছবি তুলে রেখেছিল আগেই।

এদিকে মৃত সেলিমের এক স্বজন জানান, তার বাড়ি নাটোর সদর উপজেলার  ভাবলী গ্রামে। এক ছেলের জনক সে। ছেলে, স্ত্রীসহ তার পরিবার গ্রামে থাকেন। পুলিশ সদস্য হিসেবে চাকরি করতো সে। ১৪-১৫ বছর আগে চাকরি ছেড়ে চলে আসে সেলিম। এরপর থেকে বেকার ছিলো সে। কোনো চাকরির জন্য সপ্তাহখানেক আগে সে গ্রাম থেকে ঢাকায় আসছিলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।