ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
যশোরে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ প্রতীকি ছবি

যশোর: যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় কাগজের একটি কার্টনের ভেতর এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভৈরব নদের পাড়ে 'ড্রিমডেল' নামে একটি বাড়ির পাশে আমগাছের তলা থেকে কার্টনটি উদ্ধার করে পুলিশ।

নবজাতকটি পুরনো কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা সেখানে সন্দেহজনক একটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনটি খুলে তার ভেতর একটি মেয়েশিশুর মরদেহ দেখতে পায়। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়।  

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, যশোর জেনারেল হাসপাতালের অদূরে নবজাতকের মরদেহটি পাওয়া গেছে। এটি পরিকল্পিতভাবে কেউ ফেলে গেছে। মরদেহের ময়নাতদন্ত হবে, ডিএনএ-ও প্রিজার্ভ করা হবে। আর জিডিমূলে অভিযোগ করে রাখা হবে।

বাংলাদেশ সময়:২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
ইউজি/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।