ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে ককটেলসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
গোবিন্দগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে ককটেলসহ ২ যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ মিনার চত্ত্বর থেকে ৩টি তাজা ককটেলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম (২৭) ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া (৪১)।

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদে শহীদ মিনারের পাশ থেকে ৩টি ককটেলসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

তিনি আরও জানান, তারা কেন ও কী উদ্দেশ্যে ককটেলসহ শহীদ মিনার  এলাকায় এসেছিল, এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

রোববার (২১ ফেব্রুয়ারি) আটক দু’জনকে আদালতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪০৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।