ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে মারপিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
খাগড়াছড়িতে পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে মারপিট

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাজেকগামী কয়েকজন পর্যটকদের হামলায় এক পরিবহন শ্রমিক আহত হয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত খাগড়াছড়ি-সাজেক সড়কে পরিবহন ধর্মঘট করেন শ্রমিকরা। পরে পুলিশ উভয় পক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, সকাল ৭টার দিকে খাগড়াছড়ি পৌরসভা গেটের সামনে কয়েকজন পর্যটক পিকআপ ভ্যানে উঠছিলেন। এ সময় পিকআপটির পাশ দিয়ে স্টেশনগামী একটি বাস যাওয়ার সময় হঠাৎ করে পর্যটকরা চাপ দেওয়ার অভিযোগ করে চালককে মারধর করেন। এতে বাসের চালক আহত হন। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ জানান, পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার বিষয়টি মীমাংসা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।