ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাত আখ্যা দিয়ে পুলিশ সদস্যদের মারধর, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ডাকাত আখ্যা দিয়ে পুলিশ সদস্যদের মারধর, আহত ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গেলে পুলিশ সদস্যদের ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।

আহত তিন পুলিশ সদস্য হলেন—আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান, কন্সটেবল নাজমুল ও আমান উল্লাহ।

এএসআই হালিম খান জানান, রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাচরুখীতে পথে ৩ জনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইলে তারা হাতে মাদকসহ থাকা একটি ব্যাগ ফেলে দৌড় দেন। এ সময় পাশেই আনন্দ ভ্রমণে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার করেন। এ সময় আমাদের পিটিয়ে আহত করা হয়। স্থানীয় শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের বাসটি মাধবপুর যাবার কথা ছিল।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আটক পাঁচ জন হলেন—গিরদা এলাকার সজীব সরকার (২২), শাহীন মিয়া (২০), বাসবি এলাকার আজিজুল হক (২০), কুমারপাড়া এলাকার শাহাবুদ্দিন (২২), সোনাকান্দা এলাকার মাসুদ মিয়া (২২)। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।