ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
শিবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালক নিহত দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামে পিকআপভ্যানের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপভ্যানের চালক আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা।  

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবুল কালাম বাংলানিউজকে বলেন, রোববার ভোর রাতে মনোহরদী থেকে মাছবাহী একটি পিকআপভ্যান ইটাখলার দিকে যাচ্ছিলো। পিকআপটি উপজেলার সিএন্ডবি এলাকায় পৌঁছে একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আলমগীর মারা যায়। এসময় আহত হয় পিকআপে থাকা আরো দুই জন।  

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপভ্যানের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।