ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি: ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মতিহার থানার কাজলা সংলগ্ন লোটাস ছাত্রাবাস থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন।
 
ওই শিক্ষার্থীর নাম সাক্ষ্য সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়।

তার সহপাঠীরা জানান, রোববার সকাল হওয়ার পর থেকে সাক্ষ্যর কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি শুরু করেন সহপাঠীরা। পরে দুপুরের দিকে দরজা ভেঙ্গে রুমে ঢুকলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে দেখে তারা পুলিশকে খবর দেন।
 
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে এটা স্বাভাবিক মৃত্যু বলেই আমরা ধারণা করছি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।