ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
মুন্সিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই আরোহী।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের খানবাড়ি এলাকার পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।  

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে চার আরোহী শরীয়তপুর যাচ্ছিলেন। পথে এক্সপ্রেসওয়েতে বিআরটিসির যাত্রীবাহী একটি বাস সামনে থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় দুই আরোহী। এসময় ধাক্কা লেগে আহত হয় অপর মোটরসাইকেলের আরো দুই আরোহী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে (ঢাকা মেট্রো ব-১৫-৫৯৪৯) আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।