ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় ট্রাক্টরচাপায় স্ত্রী নিহত, স্বামী-মেয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
মান্দায় ট্রাক্টরচাপায় স্ত্রী নিহত, স্বামী-মেয়ে আহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টরের চাপায় রেহেনা বেগম (৩০) নামে এক নারী নিহত এবং তার স্বামী ও মেয়ে আহত হয়েছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মান্দা উপজেলার মান্দা- নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার দারাজ পুর গ্রামের সইবর আলীর স্ত্রী। গুরতর আহতরা হলেন- নিহত রেহেনার স্বামী সইবর রহমান ও তার মেয়ে শাকিলা (১১)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।