ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
শ্রীপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজার এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় রাজু (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজু একই উপজেলার কাদিরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মাগুরা-শ্রীপুর সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন রাজু। পথে রাজানগর বাজার এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলের ওপর বসে পাশের দোকান থেকে বোতলে করে জ্বালানি তেল কিনছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।