ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
রাজাপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে কলেজছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এসময় অপহৃত ওই কলেজ ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।  

গ্রেপ্তার আসামি উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. হাফিজুর রহমান রনি (২৭)।

জানা যায়, ১৫ বছর বয়সী এক ছাত্রীকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে ১১ ফেব্রুয়ারি হাফিজসহ অজ্ঞাত ৪ জন অপহরণ করে।  

অপহরণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাফিজসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর-১৭)। মামলার পরই ওই রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজকে গ্রেফতারসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া হাফিজসহ অপহৃত ওই কলেজ ছাত্রীকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।