ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইশারা ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের চিত্রায়ণ

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
ইশারা ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের চিত্রায়ণ

ঢাকা: ভাষা আন্দোলনের ওপর রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এবং জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গান দু’টি বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষায় অনুবাদ করে চিত্রায়ণ করা হয়েছে।

মহান স্বাধীনতার ৫০তম বার্ষিকী স্মরণীয় করে রাখতে জাতীয় জীবনের দু’টি গুরুত্বপূর্ণ ও কালজয়ী গানে এমন কার্যক্রমের যৌথ উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন ও ইউএনডিপি।

রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে গান দু’টির মধ্যে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির ইশারা ভাষায় চিত্রায়ণ করে তা বেঙ্গল ফাউন্ডেশন ও ইউএনডিপি বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে উন্মুক্ত করা হয়।

এসময় আয়োজনে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

সুদীপ্ত মুখার্জি ভাষার সঠিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, আমাদের এই যৌথ প্রয়াসের উদ্দেশ্য বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন এই গান অন্তর দিয়ে অনুভব করতে পারে, সেটিই আমরা চেয়েছি।

লুভা নাহিদ চৌধুরী বলেন, দেশাত্মবোধের চেতনা থেকে বাংলাদেশের বাক ও শ্রবণপ্রতিবন্ধী গোষ্ঠী যেন বঞ্চিত না হয় সেই অনুধাবন থেকেই আমাদের এই যৌথ প্রয়াস।

জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটির চিত্রায়ণ করা হবে আগামী মার্চে। আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির চিত্রায়ণ দেখা যাবে https://tinyurl.com/5frm57hk লিংক থেকে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।