ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়লো ১০ কেজির চিতল

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়লো ১০ কেজির চিতল ১০ কেজির চিতল মাছটি

রাজবাড়ী: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জালে ধরা পেড়েছে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দৌলতদিয়া ব্যাপারীপাড়া এলাকার আল-আমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

 

আল-আমিন হালদার বাংলানিউজকে জানান, তার জালে ধরা পড়া ১০ কেজি ওজনের চিতল মাছটি তিনি সকালে দৌলতদিয়া ফেরি ঘা‌টের পাশে বাবু সরদারের আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় চিতলটি কিনে নেন।  
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বাংলানিউজকে জানান, সামান্য একটু লা‌ভে মাছটি বি‌ক্রি কর‌বেন। এ জন্য তিনি ফো‌নের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দে‌শের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন।

** এক ওয়ালিউরই বাজিমাত করছেন পদ্মায়!

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।