ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
কালীগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

  নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজব্হা উদ্দিন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদসহ অনেকে।  

মানববন্ধনে বক্তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই, রূপসাসহ বিভিন্ন পরিবহনের দানবীয় গতি বন্ধ করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।