ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বগুড়ায় বাসের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী শিল্পী বিশ্বাস নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিবপুর ফায়ার সার্ভিসের কাছে বগুড়া-নওগাঁ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

শিল্পী যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের দিপঙ্কর বিশ্বাসের স্ত্রী ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহাট গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার।

আহতরা হলেন- শিল্পীর স্বামী দিপঙ্কর বিশ্বাস (৪২) এবং সিএনজি চালক শেখ জিয়া হাসান (৩৫)। দিপঙ্কর বিশ্বাস শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

আদমদীঘি ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দিপঙ্কর ও তার স্ত্রী শিল্পী চাকরিসূত্রে শিবগঞ্জ উপজেলায় থাকেন। ছুটি কাটিয়ে সোমবার সকালে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। অটোরিকশাটি আদমদীঘির ফায়ার সার্ভিসে কাছাকাছি পৌঁছলে ঢাকাগামী একটি কোচ পিছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ওই স্থানে পৌঁছে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

গ্রামীণ ব্যাংক জয়পুরহাটের কালাই উপজেলার এরিয়া ম্যানেজার আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিস টিম নিহত ও আহতদের উদ্ধার করে ল্যাগেজসহ অন্যন্য মালাপত্র হস্তান্তর করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।