ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু .

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রীবাহী একটি বাসটি ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিল। আর অ্যাম্বুলেন্সটি শেবাচিম হাসপাতাল থেকে নিহত শিশু ও তার স্বজনদের নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ দু’টি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা তিনদিনের নবজাতক শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া শিশুটির মা শাহানা আক্তার জুঁই, তার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা, অ্যাম্বুলেন্সের চালক রেজাউল, হেলপার জহির ও রিমন নামে সাতজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

হাসপাতালে নবজাতকের স্বজনরা জানান, শাহানার গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। এক বছর আগে তার সঙ্গে বরগুনা সদরের ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ী সৈকতের বিয়ে হলে তারা পরিবার নিয়ে সেখানেই থাকতেন। সন্তান প্রসবজনিত কারণে শাহানা শেবাচিম হাসপাতালে ভর্তি হন। শিশুটির শারীরিক সমস্যার কারণে তাকে জন্মের পর গত ২০ ফেব্রুয়ারি শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার স্বজনরা শিশুটিকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সে থাকা শিশুটির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুই-একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।