ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৯৯৯-এ কল পেয়ে তেঁতুলিয়ায় ১৫ গরু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
৯৯৯-এ কল পেয়ে তেঁতুলিয়ায়  ১৫ গরু জব্দ

পঞ্চগড়: পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৫টি গরু জব্দ করেছে পুলিশ। তবে এসময় গরু পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সিপাহীপাড়া থেকে গরুগুলো জব্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বাংলানিউজকে জানান, দুপুরে সিপাহীপাড়ার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে ১৫টি গরু পাচার করে আনা হয়েছে বলে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান স্থানীয়রা। ফোন পেয়ে পুলিশ দ্রুত সিপাহীপাড়ার বাসারুল ইসলাম বাদশার বাড়িতে অভিযান চালিয়ে ১৫টি গরু জব্দ করে থানায় নিয়ে যায়। তবে এসময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।