ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আর্কাইভস আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আর্কাইভস আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

ঢাকা: আর্কাইভসের ক্ষতি সাধনের জন্য সর্বোচ্চ ৫ বছরের জেল ও এক লাখ টাকা অর্থদণ্ড রেখে ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন, ২০২১,’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিং করেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন-২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় আর্কাইভস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৮৩ সালের একটি আইন ছিল, হাইকোটের রায়ের পরিপ্রেক্ষিতে যেহেতু এটি আইনে পরিণত করতে হবে, সেহেতু এটি রিভাইস করে ২০২১ এ খসড়ায় নিয়ে আসা হয়েছে।

জাতীয় আর্কাইভস পরিচালনায় একটি উপদেষ্টা পরিষদ থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ উপদেষ্টা পরিষদের কাজ এখানে বলা হয়েছে। এখানে একজন মহাপরিচালক থাকবেন, অধ্যাদেশে এ মহাপরিচালক ছিলেন না।

খসড়া আইনে রেকর্ড বিনস্ট করার যে বিধান ছিল তা বাদ দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, আর্কাইভসের সফট কপি নিয়ে যত রেকর্ড থাকবে কালিয়াকৈরের ডাটা সেন্টারে লঞ্চ করতে হবে। দেশের সব রেকর্ডরুম যা আছে সবগুলোকে একটি নিদিষ্ট সময় পরে আর্কাইভে দিয়ে দিতে হবে।

প্রস্তাবিত আইনের গবেষক ও তথ্যসেবা গ্রহিতাদের অনলাইন ডিজিটাল সেবা দেওয়ার জন্য আর্কাইভস ডিজিটাল সেবা বা তথ্যপ্রযুক্তি সেবা দিতে নির্দেশনা রয়েছে। পেমেন্ট দিয়ে তারা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিলে গোপন কোনো দলিল না হলে সরবরাহ করবে। আর্কাইভস ক্ষতি সাধন করলে এবং অন্যান্য ক্ষতি সাধনের জন্য এক থেকে ৫ বছরের জেল এবং ১০ হাজার থেকে ১ লাখ টাকা অর্থদণ্ড রাখা হয়েছে।

এছাড়া বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘর ও নয়াদিল্লিস্থ জাতীয় জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিতকরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।