ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাকিব হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
রাকিব হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন রাকিব হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিব হোসেনের হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত পরিবার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে মো. রিপন মিয়া ও তাঁর পরিবার।

তাদের দাবি সুনাম ক্ষুন্ন করতে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক অভিযোগ দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে মূল ঘটনা উদঘাটনের দাবি জানানো হয়।

নিহত রাকিবের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রিপন মিয়া জানান, রাকিবের সঙ্গে তার মেয়ের যোগাযোগ থাকলেও মৃত্যুর দুই মাস আগে থেকে বন্ধ হয়ে যায়। রাকিবকে মারধরের বিষয়টিও অসত্য। মূলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনাম ক্ষুন্ন করতে নিহত রাকিবের বাবাকে দিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেন বর্তমান ইউপি সদস্য মো. রিপন মিয়া।  

সংবাদ সম্মেলন থেকে রাকিব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিপনের স্ত্রী ছকিনা বেগম, তাদের তিন ছেলে হাসিবুল হাসান, আবুল হাশেম ও আবুল কাশেম এবং মুক্তিযোদ্ধা আকবর আলী।

>>> খাগড়াছড়িতে রাকিবের হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।