ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে গুলি ভর্তি পিস্তলসহ যুব সংহতি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
সুন্দরগঞ্জে গুলি ভর্তি পিস্তলসহ যুব সংহতি নেতা  আটক প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ জাতীয় পার্টির (জাপা-এরশাদ) সহযোগী সংগঠন উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে (৩৩) আটক করেছে পুলিশ।

ঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রব্বানী রুবেল সুন্দরগঞ্জ উপজেলার শান্তিপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ছয় রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে আটক করা হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রুবেলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।