ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে পৃথক অভিযানে ১৬ জনের কারাদণ্ড, ৯ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
মেহেন্দিগঞ্জে পৃথক অভিযানে ১৬ জনের কারাদণ্ড, ৯ জনের জরিমানা মেহেন্দিগঞ্জে পৃথক অভিযানে ১৬ জনের কারাদণ্ড, ৯ জনের জরিমানা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও সাত ব্যবসায়ীসহ নয় জনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) মেহেন্দিগঞ্জ এলাকার অভয়াশ্রম ও পাতারহাট বাজারের বিভিন্ন পোল্ট্রি ফিডের দোকানে এ অভিযান চলানো হয়।

জানা গেছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে পাতারহাট বাজারে বিভিন্ন পোল্ট্রি ফিডের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় পশুখাদ্য বিপণনের লাইসেন্স না থাকায় সাত জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অপরদিকে মেহেন্দিগঞ্জ এলাকার অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও কালীগঞ্জ নৌ পুলিশের সহায়তায় এসব অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।