ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় র‌্যাবের অভিযান, নকল কসমেটিকস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
পুরান ঢাকায় র‌্যাবের অভিযান, নকল কসমেটিকস জব্দ

ঢাকা: পুরান ঢাকার সাত রওজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ওই কারখানাটিতে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা।

পলাশ কুমার বসু জানান, সাত রওজায় নুরুজ্জামান কসমেটিকস নামে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিস ও বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও সরবরাহ অভিযোগে বাড়ির মালিকসহ দুইজনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক নুরুজ্জামান পালিয়েছেন।

অভিযান এখনো চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান পলাশ কুমার বসু।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।