ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে ছুরিকাঘাতে যুবক খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
শিবপুরে ছুরিকাঘাতে যুবক খুন 

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় মামুন সরকার (২৫) নামে এক যুবকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে শিবপুর ধানুয়া দাখিল মাদরাসার সামনের সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন সরকার শিবপুর চক্রধা গ্রামের আব্দুল আওয়াল বাচ্চুর ছেলে।

নিহতের ভাই মাসুম সরকার জানান, শিবপুর কারীবাড়ির মেলায় যাওয়ার জন্য বুধবার রাত সাড়ে ৯টার দিকে মামুন বাড়ি থেকে বের হন। পরে রাত ৩টার দিকে স্থানীয়দের কাছে তার মৃত্যুর খবর পান স্বজনরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে তার মরদেহ পান। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল। কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।