ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (০৭ মার্চ) দুপুরে ওই উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কচুয়াপোতা গ্রামের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি