পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুর থেকে আসফিয়া (০২) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ মার্চ) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েক মিয়া বাংলানিউজকে বলেন, বিকেলে শিশুটিকে তার মা সাফি আক্তার বাড়িতে রেখে বাড়ির পাশেই রান্নার জন্য পড়ে থাকা গাছের পাতা কুড়াতে যায়। বেশ কিছুক্ষণ পর বাড়িতে এসে শিশু আসফিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহর প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি