ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ায় গোপালগঞ্জে আনন্দ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ায় গোপালগঞ্জে আনন্দ উদযাপন

গোপালগঞ্জ: ৭ মার্চ উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ।  

রোববার (০৭ মার্চ) বিকেলে স্থানীয় শেখ মনি অডিটরিয়মে গোপালগঞ্জ জেলা পুলিশ এ আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ২০ পাউন্ড ওজনের কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।  

অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য দেন।  

বক্তারা তাদের আলোচনায় ৭ মার্চের তাৎপর্য এবং বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।