নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে হকারদের বসতে দেওয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে হকাররা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে সাধু পৌলের গির্জার সামনে এসে সড়কে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে।
রোববার (৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ আসার আগেই হকাররা পালিয়ে যায়। এসময় বঙ্গবন্ধু সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি