ঢাকা: সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হবে। এর ফলে বাংলাদেশসহ এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তায় অপ্রত্যাশিতভাবে প্রভাব পড়বে।
রোববার (৭ মার্চ) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
'বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি: ৫০ বছরের পরিক্রমা'- শীর্ষক এক সেমিনারে আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।
বিলিয়া মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক- আঞ্চলিক সংগঠনের সঙ্গে কাজ করছে। তবে বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিতে প্রভাবক নয়। জাতিসংঘ শান্তি মিশন ছাড়া বৈশ্বিক রাজনীতিতে তার অংশগ্রহণ সীমিত। এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরো বাড়াতে হবে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকটে ভারতকে কাছে পেতে চাইলে, ভারতের জনগণ ও সুশীল সমাজ থেকে সে দেশের সরকারের ওপর চাপ আসতে হবে। তাহলে ভারত এই ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা।
সেমিনারে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, অধ্যাপক ড. মিজানুর রহমান, ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
টিআর/এমএইচএম