রংপুর: রংপুর নগরীর হাজিরহাট রনচন্ডি এলাকায় শত্রুতার জেরে চাচার বিরুদ্ধে তামাকের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
রোববার (৭ মার্চ) রাত এগারোটার দিকে তামাক ব্যবসায়ী জাকারিয়া হোসেনের গোডাউনে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী জাকারিয়ার অভিযোগ, তার চাচা শাহিদার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। আগুনে গোডাউনে থাকা তামাক, তামাকের ডাটা, বিড়ি-সিগারেট বানানোর তামাক গুঁড়া ও জর্দাসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শাহিদার রহমানের ছেলে মুসলিম বলেন, অগ্নিকাণ্ডে তাদেরও গোডাইনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। জাকারিয়া নিজেই আগুন লাগিয়ে এখন আমাদের দোষারোপ করছে।
জানা যায়, জাকারিয়ার গোডাউনে আগুন লাগলে কিছুক্ষণ পরে পাশের আরও এক ব্যবসায়ীর গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রংপুর থেকে ৬টি, তারাগঞ্জের ১টি এবং গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমএইচএম