ঢাকা: রাজধানীর খিলক্ষেত ৩০০ফিট অস্ট্রেলিয়ান স্কুলের পাশের একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মার্চ) দুপুড় ২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) সজল সরকার জানায়, দুপুরে সংবাদ পেয়ে খিলক্ষেত ৩০০ ফিট অস্ট্রলিয়ান স্কুলের পাশ থেকে লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।
নিহতর সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এজেডএস/এনটি