চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় সোহেল রানা (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ মার্চ) সকালে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোহেল মানসিক প্রতিবন্ধী ছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ। তারপর থেকে মুক্তারপর গ্রামের মামা মিন্টু মিয়ার বাড়িতেই ছিলেন তিনি। সকালে চায়ের দোকানে বসেছিলেন সোহেল। এসময় একটি ট্রাক আসতে দেখে তার নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাকচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এনটি