স্টাফ করেসপন্ডেন্ট
বরিশাল: বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা বড়িসহ ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
এর আগে সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিমুল করিম, পরিদর্শক (তদন্ত) মো. ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে প্যাকিং করার সময় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করা হয়।
এরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার মৃত কামালের ছেলে মো. রাসেল হাওলাদার (২৪) ও তার সহযোগী নগরের কাউনিয়া থানাধীন সুন্নিয়া মসজিদ সড়ক এলাকার বাসিন্দা মো. তানভীর হাওলাদার নবীন (২২)।
যাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমএস/আরএ