ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবাকারবারি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি উদ্ধার করা ইয়াবা বাজারমূল্য ১০ কোটি ৮০ হাজার টাকা।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. রুবায়াৎ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান টেকনাফে ঢুকবে, এমন গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটলে পরে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০৯ মার্চ, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।