ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
বরিশালে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ আটক ২

বরিশাল: বরিশাল শহরের বাজার রোড এলাকা থেকে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ দু’জনকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় নৌ পুলিশ ও মৎস‌্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে চিংড়িসহ তাদের আটক করে।

আটকরা হলেন- সাতক্ষীরার পারুলিয়া এলাকার আব্দুল আজিজ (৩৭) ও জাহিদ হোসেন (২৩)। এদের মধ্যে আজিজ ট্রাকচালক ও জাহিদ হেলপার।

বরিশাল নৌ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অলক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ মণ জেলিযুক্ত চিংড়ি ওই দু’জনকে আটক করা হয়। যা বাজারে বিক্রির উদ্দেশে আনা হয়েছিল।  

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা সাতক্ষীরা থেকে বরিশালে এ চিংড়ি নিয়ে আসছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।